27 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » হজের প্রথম ফ্লাইট রোববার; যাত্রী ৪১৫ জন

হজের প্রথম ফ্লাইট রোববার; যাত্রী ৪১৫ জন

হজের প্রথম ফ্লাইট রোববার; যাত্রী ৪১৫ জন

বিএনএ ডেস্ক: প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে রোববার। সকাল ৯টায় প্রথম ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৪১৫ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য প্রথম ফ্লাইট পরিচালিত হবে।

শনিবার (৪ জুন) বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। প্রথম হজ ফ্লাইট ‘উদ্বোধন করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। প্রথম ফ্লাইটের হজ যাত্রীদের বিদায় জানানোর পাশাপাশি দোয়া করা হবে সেখানে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পেয়েছেন।

পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই আর শেষ হবে ১৪ আগস্ট।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ