24 C
আবহাওয়া
৭:১৩ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » মাঙ্কিপক্স ৩০ দেশে ছড়াল 

মাঙ্কিপক্স ৩০ দেশে ছড়াল 


বিএনএ, বিশ্বডেস্ক : আফ্রিকার বাইরে বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে রোগটি। এসব দেশে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী প্রথম পাওয়া যায় যুক্তরাজ্যে। এরপর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনসহ বিভিন্ন দেশে এ রোগ শনাক্ত হয়।

বিশ্বের উন্নত দেশগুলোতে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় এটি মোকাবিলায় শনাক্তকরণ পদ্ধতি ও টিকা সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো।

এর আগে গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রাণী ও মানুষ তাদের আচরণ পরিবর্তন করছে।

মাংকিপক্স হচ্ছে মূলত একটি গুটি বসন্তের মত তবে গুটিবসন্ত থেকে কম মারাত্মক. Monkeypox Virus ১৯৫৮ সালে ল্যাবটরীতে বানরের শরীরে এই ভাইরাসটি দেখা গিয়েছিল তবে ১৯৭০ সালে মানুষের শরীরে প্রথম মিলেছিল এই ভাইরাসটি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ