16 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় মনোযোগী হতে হবে-শিক্ষামন্ত্রী

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় মনোযোগী হতে হবে-শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

চট্টগ্রাম : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন,আগামীর পৃথিবী হবে প্রযুক্তি নির্ভর ও পরিবর্তনমূখী আর তাই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আমাদের মনোযোগী হতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানকারী উন্নত দেশগুলো অনেক এগিয়ে গেছে। সেই তুলনায় বলা যায়, বাংলাদেশ পিছিয়ে রয়েছে বহু দিক থেকে । উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং মানসম্মত কারিগরি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হলে একটি ঠিক নীতিমালা প্রয়োজন। সরকার সেইদিক বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে।

ইউসেপ বাংলাদেশের ৫০বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

গত ৩রা মে(শুক্রবার) এ.কে.খান ইউসেপ টিভিইটি ইন্সিটিটিউট প্রাঙ্গণে উদযাপিত ইউসেপ বাংলাদেশের সাবেক বিওজি চেয়ারম্যান ও এ.কে.খান ফাউন্ডেশন ট্রাস্টি সেক্রেটারী জনাব সালাউদ্দিন কাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, সাধারণ শিক্ষা মানুষকে যেমন নির্দিষ্ট কর্মের মধ্যে সীমাবদ্ধ করে রাখে তার বিপরীতে কারিগরি শিক্ষা মানুষকে কর্মমূখী করে তোলে । বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে মাধ্যমিক স্তরে বাধ্যতামূলক করেছে এবং কলেজ পর্যায়ে কারিগরি ট্রেড খোলার জন্য সরকারের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, আগামী বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাতে হাত রেখে। এই লক্ষ্যকে সামনে রেখে বিগত ৫০বছর ধরে ইউসেপ বাংলাদেশ কারিগরি শিক্ষায় শিক্ষা প্রদান করে আসছে। আমাদের এই ছোট্ট ভূখন্ডে বিপুল জনগোষ্ঠির চাহিদা মেটাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে নবরূপে সাজানোর কোনো বিকল্প নেই এটা আজ সকলের ভাবনা।

ইউসেপ বাংলাদেশের ৫০বছর পূর্তি অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুচ ছালাম,এমপি, ড. নাজনীন কাওসার চৌধুরী, অতিরিক্ত সচিব, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ওয়াহিদ মালিক, এসোসিয়েশন মেম্বার, ইউসেপ বাংলাদেশ, মি. এ এম জিয়াউদ্দিন খান, চেয়ারম্যান একে খান এন্ড কোম্পানি, ড. মোঃ আব্দুল করিম, নির্বাহী পরিচালক, ইউসেপ বাংলাদেশ।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অব্যহতি পরে ১৯৭২ সালে নিউজিল্যান্ডের নাগরিক মানব হিতৈষী জনাব লিন্ডসে এ্যালান চেইনী সদ্য স্বাধীন বাংলাদেশ-এর সুবিধাবঞ্চিত পথ-শিশুদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদের শোভন কর্ম- সংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ইউসেপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে ইউসেপ বাংলাদেশ তার লক্ষ্যে অবিচল থেকে কাজ করে আসছে। বর্তমানে সারা দেশব্যাপী ইউসেপ বাংলাদেশ –এর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৩৫ হাজার ছাএ-ছাএী পড়ালেখা করছে। ইউসেপ বাংলাদেশর কার্যক্রম এখন ৮টি ভৌগলিক এলাকায় বিস্তৃত ৪১টি ট্রেডকোর্স পরিচালনা হচ্ছে । প্রতি বছর ১৫,০০০ বিভিন্ন সর্ট কোর্সে শিক্ষার্থীদের টিভিইটি ট্রেনিং দেয়া হচ্ছে। এদের মধ্যে ৪০ ভাগ নারী । বেসরকারী পর্যায়ে কারিগরি শিক্ষার প্রসারে অসমান্য অবদান রাখার মাধ্যমে ইউসেপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং বাংলাদেশের এই বৃহৎ জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য ও মানের প্রতি আহবান জানান এবং ইউসেপের এই মহতি কর্মযজ্ঞনে সাধুবাদ জানান।

আলোচনা অনুষ্ঠান পূর্বে ৫০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন ঘোষণা করেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী । উদ্বোধন পরবর্তী এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ