28 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল পদচ্যুত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল পদচ্যুত


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের ওপর রায় ঘোষণা করেছেন দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার (৪ এপ্রিল) দেশটির সাংবিধানিক আদালত ইউনের অভিশংসন বিচারের শুনানির পর অভিশংসন অনুমোদন করেন।

দেশের প্রধান এবং সেনা বাহিনীর প্রধান হিসেবে তিনি ভুল পথে সেনা বাহিনীকে চালনা করেছেন বলে এদিন রায় দিয়েছে আদালত।

এদিকে এদিন আদালতের বাইরে ভিড় জমিয়েছিলেন ইওলের সমর্থকেরা। পাশাপাশি বিরোধীরাও শিবির তৈরি করেছিলেন আদালত চত্বরের বাইরে। পুলিশ গোটা আদালত চত্বর ঘিরে রেখেছিল। গোটা দেশেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত জানুয়ারি মাসে গ্রেপ্তার করা হয় প্রেসিডেন্ট ইওলকে। ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট হিসেবে তিনি মার্শাল আইন ঘোষণা করেছিলেন। ডিসেম্বরেই দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনে। সে সময়েই প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ইওল।

পুলিশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু প্রেসিডেন্ট প্যালেস থেকে বার হতে চাননি ৬৪ বছরের ইওল। টানা দুই সপ্তাহ সেখানেই ছিলেন তিনি। তবে এরপর গ্রেপ্তার করা হয় তাকে।

মার্চ মাসে দেশের একটি জেলা আদালত প্রেসিডেন্টের গ্রেপ্তারি পরোয়ানা খারিজ করে দেয়। সর্বোচ্চ আদালত সেই রায় বাতিল করে ইমপিচমেন্ট বহাল রাখলো।

আগামী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে দক্ষিণ কোরিয়াকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ