34 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে নারীকে হয়রানি: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

রাজধানীতে নারীকে হয়রানি: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

রাজধানীতে নারীকে হয়রানি: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

বিএনএ, ঢাকারাজধানীতে এক কলেজ শিক্ষিকাকে হয়রানির অভিযোগে পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনা তদন্তে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ডিএমপি জানায়, পুলিশ কনস্টেবল নাজমুল তারেক অভিযোগকারী নারীর সাথে বাক-বিতন্ডার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কনস্টেবল নাজমুল তারেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন ডিভিশনে কর্মরত ছিলেন।

ডিএমপি'র প্রেস বিজ্ঞপ্তি
ডিএমপি’র প্রেস বিজ্ঞপ্তি

গত শনিবার (২ এপ্রিল) সকালে তেজগাঁও কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শেরে বাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে, পুলিশের পোশাক পরিহিত একজন দ্বারা ইভটিজিং ও প্রাণনাশের চেষ্টার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন। ঘটনাটি ঘটে তেজগাঁও কলেজের পাশে সেজান পয়েন্টে।

তার অভিযোগর ভিত্তিতে, সিসিটিভি’র ফুটেজ বিশ্লেষণ করে মঙ্গলবার (৪ এপ্রিল) ঘটনার সাথে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে প্রাথমিক ভাবে শনাক্ত করা হয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ