27 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রুশ সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য ছড়ালে ১৫ বছরের কারাদণ্ড

রুশ সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য ছড়ালে ১৫ বছরের কারাদণ্ড


বিএনএ, বিশ্বডেস্ক : রুশ সেনাবাহিনী সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রচার করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাশ করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা। শুক্রবার (৪ মার্চ) এ খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, মোট ৪০১ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দিয়েছেন, এর বিরুদ্ধে কেউ ভোট দেয়নি। শনিবার উচ্চকক্ষে অনুমোদন পেলে আইনটি কার্যকর করা হবে।

নিম্নকক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, আইনটি কার্যকর হলে যারা ইচ্ছাকৃতভাবে সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াবে তাদের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা করা হবে।

রুশ কর্মকর্তাদের অভিযোগ, তাদের শত্রুদেশ যেমন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার জনগণের মধ্যে বিভাজন তৈরির উদ্দেশে বিভিন্নভাবে মিথ্যা তথ্য প্রচার করছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ