30 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল করোনায় আক্রান্ত

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল করোনায় আক্রান্ত

কেজরিওয়াল

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে নিজেই টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

টুইটে তিনি লিখেছেন, ‘আমি কভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের কাছে অনুরোধ কভিড পরীক্ষা করিয়ে নিন। আইসোলেশনে থাকুন।’

অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের আবহে গত কয়েক দিনে ভারতে ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, গত সাত দিনে দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৩০.৮৩ শতাংশ। গত ২৮ ডিসেম্বরের পর থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে শুরু করে। ২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮ জন। এর মাত্র সাত দিন পর অর্থাৎ ৩ জানুয়ারি করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছে ৩৩ হাজার ৭৫০ জনে।

এদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যাও। ভারতে গতকাল পর্যন্ত শুধু ওমিক্রনেই আক্রান্ত ১ হাজার ৭০০ জন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ