40 C
আবহাওয়া
৪:০১ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » কাভার্ড ভ্যানে গাঁজা পরিবহন : গ্রেপ্তার দুই

কাভার্ড ভ্যানে গাঁজা পরিবহন : গ্রেপ্তার দুই

কাভার্ড ভ্যানে গাঁজা পরিবহন : গ্রেপ্তার দুই

বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলী এলাকা থেকে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- রুবেল সরকার (৩৫) ও চালক সুমন মিয়া (২৪)। তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে ডিএমপি গোয়েন্দা অফিস কম্পাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, জব্দকৃত কাভার্ড ভ্যানের ভিতরে অভিনব কৌশলে একটি গোপন কক্ষ তৈরি করা হয়। যা গাড়ির ড্যাশবোর্ড থেকে বিশেষ একটি ইলেক্ট্রিক সুইচের মাধ্যমে ওই কক্ষের অটোমেটিক হাইড্রোলিক দরজা খোলা জোড়া করা যেত। মাদক পরিবহনের জন্য গাড়ির ভিতরের ওই গোপন কক্ষটি ব্যবহার করা হয়। কাভার্ডভ্যানের সামনের অংশে বিশেষ কায়দায় তৈরি করা হয় ছোট্ট গোপন চেম্বারটি। এই চেম্বারটি লম্বায় ৮ ফিট আর গভীরতায় ৯ ইঞ্চি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আরও বলেন, যে সকল মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের জন্য বিভিন্ন ধরনের অভিনব কৌশল অবলম্বন করছে। আমরা তাদেরকে আমাদের পর্যবেক্ষণে রেখেছি। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো তথ্য পেলেই আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

অভিযানের নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, গ্রেপ্তারকৃতরা বি-বাড়িয়ার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে ওই গাঁজাগুলো সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ