বিএনএ, আদালত প্রতিবেদক : ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।
সোমবার (৪ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
আদালত তার জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- প্রদীপ দাস (হিন্দু লিভস ম্যাটারস ফেসবুক ও ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী) ও খোকন শাহা।
উল্লেখ্য,গত ২৩ নভেম্বর প্রদীপ দাসের ইউটিউব চ্যানেল ‘হিন্দু লাইভস ম্যাটার’-এ ভিডিও আপলোড করা হয়। ‘নারায়ণগঞ্জের মেয়র আইভীকে খোকন সাহা: হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেন’ এবং ‘এক হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবোত্তর সম্পত্তি মেয়র আইভীর দখলে। মন্দিরের সেবায়েত গুম। আতঙ্কে হিন্দুরা’ শিরোনামে ভিডিও প্রচার করা হয়। ১ ডিসেম্বর আরও একটি ভিডিও প্রকাশ করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়,‘আসামিরা মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর বক্তব্য প্রচার করেছে। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ।’
বিএনএ নিউজ/এসবি/জেবি