22 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - মার্চ ১, ২০২৪
Bnanews24.com
Home » চসিকের স্কুলের ভর্তিতে লটারী স্বচ্ছতা করার নির্দেশ

চসিকের স্কুলের ভর্তিতে লটারী স্বচ্ছতা করার নির্দেশ

চসিকের স্কুলের ভর্তিতে লটারী স্বচ্ছতা করার নির্দেশ

বিএনএ,চট্টগ্রাম: চলতি-২০২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মাধ্যমিক বিদ্যালয় সমূহের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি কার্যক্রম স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন ।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে কর্পোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী অফিসের কনফারেন্স রুমে চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, পাঠদানে শিক্ষকদের কমিটমেন্ট থাকা চাই। শিক্ষকগণ সৎ ও শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিক হবেন এটাই প্রত্যাশা। চসিক শিক্ষাপ্রতিষ্ঠানের কোন কলেজ শাখা বোর্ড পরীক্ষায় কর্পোরেশনের প্রত্যাশা অনুযায়ী কাক্ষিত ফলাফল না করলে সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষকতা করার কোন মানে হয়না বলে মন্তব্য করেন প্রশাসক।

তিনি বলেন, শিক্ষকরা আন্তরিকতার সাথে শ্রেণি কক্ষে পাঠদান করবেন এটাই কাম্য। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানের মানের যে উন্নয়ন ঘটিয়েছিলেন সেই সুনাম যে কোন মূল্যে ধরে রাখতে হবে।

সভায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াসহ চসিক পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ