26 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » ঘাসফুলের আইসিএবি ও সাফা অ্যাওয়ার্ড অর্জন

ঘাসফুলের আইসিএবি ও সাফা অ্যাওয়ার্ড অর্জন

ঘাসফুলের আইসিএবি ও সাফা অ্যাওয়ার্ড অর্জন

বিএনএ,চট্টগ্রাম: বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল ২০১৯ সালে সেরা এনুয়েল রিপোর্টের জন্য দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর এনজিও ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। একইসঙ্গে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সেরা এনুয়েল রিপোর্ট জন্য এনজিও ক্যাটাগরিতে ঘাসফুল যুগ্মভাবে দ্বিতীয় রানার্সআপ পুরস্কার লাভ করে।

সোমবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘাসফুল থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০১৯ সালের সেরা এনুয়েল রিপোর্টের জন্য ১৩টি ক্যাটাগরিতে ২৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। এতে ঘাসফুল এনজিও ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। গত ২৬ নভেম্বর রাজধানী হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ হামিদ উল্ল্যাহ ভূঁইয়া। সংস্থার পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ২০১৯ সালের সেরা এনুয়েল রিপোর্ট জন্য এনজিও ক্যাটাগরিতে ঘাসফুল যুগ্মভাবে দ্বিতীয় রানার্সআপ পুরস্কার লাভ করেছে। গত ২৩ ডিসেম্বর দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলংকা ভার্চুয়াল প্ল্যার্টফর্মের মাধ্যমে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক এফসিএ, সাফার ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং আইসিএবির কাউন্সিল সদস্য মোহাম্মদ হুমায়ুন কবীর এফসিএ। ঘাসফুলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঘাসফুল অডিট ও মনিটরিং বিভাগের ব্যবস্থাপক টুটুল কুমার দাশ।

উল্লেখ, ঘাসফুল ২০১৮ সালেও সেরা এনুয়েল রিপোর্ট এর জন্য আইসিএবি ও সাফা পুরস্কার লাভ করে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা