26 C
আবহাওয়া
৩:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » শাহজাহান খান চিকিৎসা নিলেন ঢামেক হাসপাতালে

শাহজাহান খান চিকিৎসা নিলেন ঢামেক হাসপাতালে

শাহজাহান খান

ঢাকা:  আওয়ামীলীগ সরকারের সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।

শনিবার (২ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা শেষে রাত  পৌনে ১১টার দিকে প্রিজন ভ্যান করে ডিবি কার্যালয়ের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি পুলিশ হেফাজতে অসুস্থ হলে চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয। পরে চিকিৎসা শেষে তাকে প্রিজন ভ্যানে পুলিশ প্রহরায় ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এস আই) মোজাহিদ বিএনএকে বলেন, যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত এক মামলায় ৫ দিনের রিমান্ডে ছিলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পরে তিনি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ