31 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বর-কনের বাবাকে জরিমানা: রাউজানে বাল্যবিয়ে পন্ড

বর-কনের বাবাকে জরিমানা: রাউজানে বাল্যবিয়ে পন্ড


বিএনএ, চট্টগ্রাম :কনের রয়স আঠারো বছর পূর্ণ না হওয়ায় চট্টগ্রামের রাউজানে একটি বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় কনে ও বরপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।শনিবার (২ অক্টোবর) পৌরসভার সুলতানপুর নন্দন পার্কে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন জানায়, পৌরসভার আলীখিল গ্রামের মো. সিরাজের ছেলে মো. ইকবালের সঙ্গে পূর্ব গুজরার আধার মানিক গ্রামের সানাউল্লার মেয়ে সামিরা সুলতানার বিয়ের অনুষ্ঠান চলছিলো। কিন্তু কনে অপ্রাপ্তবয়স্ক, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন ইউএনও জোনায়েদ কবীর সোহাগ। বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় কনেপক্ষকে ১০ হাজার এবং বরপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাউজানের ইউএনও জোনায়েদ কবীর সোহাগ জানান,, ‘জরিমানার পাশাপাশি কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে মুচলেকা নেওয়া হয়।’

বিএনএ/শফিউল আলম, ওজি

Loading


শিরোনাম বিএনএ