39 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশকে এক কোটি টিকা দেবে ইইউ

বাংলাদেশকে এক কোটি টিকা দেবে ইইউ


বিএনএ , ঢাকা : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ বাংলাদেশকে এক কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনারে ইইউ রাষ্ট্রদূত এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের জন্য এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। আমরা জানি, এটি পর্যাপ্ত নয়। তবে আমরা আশা করি, আরো বেশি দিতে পারব।
এ সময় দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ইইউসহ উন্নত দেশের উদ্যোগহীনতার সমালোচনার জবাব দিতে গিয়ে টিকা দেয়ার কথা জানান রাষ্ট্রদূত।ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য দেন রেনজি টিরিংক।

ইইউ রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, আমরা বলতে পারি, বৈশ্বিক করোনাভাইরাস মোকাবিলায় অন্যতম চালিকাশক্তি ইউরোপীয় ইউনিয়ন। আমরা চলতি বছরের মধ্যে বিশ্বব্যাপী ২০ কোটি ডোজ টিকা সহায়তা দেব। ইইউ ও এর সদস্য রাষ্ট্রগুলো ইতোমধ্যে মহামারি মোকাবিলায় ১৬ বিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে। সুতরাং উন্নয়নশীল দেশের সহযোগিতায় আমাদের পদক্ষেপকে অবমূল্যায়ন করবেন না।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ