27 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - জুলাই ৪, ২০২৫
Bnanews24.com
Home » একতাই শক্তি, একতাতেই সমৃদ্ধি- লায়ন্স গভর্নর অপু

একতাই শক্তি, একতাতেই সমৃদ্ধি- লায়ন্স গভর্নর অপু


বিএনএ, চট্টগ্রাম:লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট : ৩১৫-৪ বি বাংলাদেশের ২০২৫-২০২৬ সেবা বর্ষের লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু এমজেএফ বলেছেন, একতাই শক্তি, একতাতেই সমৃদ্ধি। সবাই নিজ নিজ অবস্থান থেকে আর্তমানবতার সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসলে সমাজে কোন বৈষম্য থাকবে না। থাকবে না মানুষে মানুষে ভেদাভেদ।

বুধবার(২ জুলাই) রাতে দি কপার চিমনী রেস্টুরেন্ট জিইসি শাখায় লায়ন্স ক্লাব চিটাগাং ডায়মন্ড সিটির সদ্য প্রাক্তন কমিটির দায়িত্ব হস্তান্তর ও নব নির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু বলেন, মানবজীবনের অস্তিত্বের সঙ্গে তাই একতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সমাজের প্রত্যেকে একে অপরের ওপর নির্ভরশীল। পারস্পরিক এ নির্ভরশীলতা থেকে গড়ে উঠেছে মানবসমাজ। সমাজের মধ্যে একতাবোধ। একতাবদ্ধ হওয়ার মধ্য দিয়ে পাওয়া যায় নিরাপত্তার নিশ্চয়তা। একতার কল্যাণ প্রতিফলিত হয় ব্যক্তি ও জাতীয় জীবনে। একতার গুণে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে।

 

লায়ন্স গভর্নর আরও বলেন, আজকের জীবনে উন্নত ও সমৃদ্ধ জাতিগুলো নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যে উদ্বুদ্ধ হয়েছে। তাই মানব কল্যাণে সব লায়নদের এক পতাকাতলে উপস্থিত হয়ে আর্তমানবতার সেবায় কাজ করার আহ্বান জানান।

লায়ন নাসরিন ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, প্রথম ভাইস গভর্নর কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস গভর্নর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ, ট্রেজারার লায়ন মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক আরসি, ডিএমটি কোডিনেটর লায়ন জাকির হোসেন এমজেএফ, লায়ন্স ক্লাব চিটাগাং ডায়মন্ড সিটির প্রতিষ্ঠাতা সভাপতি, লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. আলাউদ্দিন প্রমূখ।

বিএনএনিউজ২৪ডটকম

Loading


শিরোনাম বিএনএ