32 C
আবহাওয়া
৭:৫৪ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » ২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

বিএনএ ডেস্ক:বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

বুধবার(২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), প্রধান তথ্য কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. উপস্থিত ছিলেন।

‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহান আল্লাহর নির্দেশে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন মহানবী হজরত মুহম্মদ (সা.)। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

পবিত্র শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। তাই ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। এই দিন অনেকে নফল রোজাও রাখেন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ