16 C
আবহাওয়া
৮:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার–উপদেষ্টা শারমীন

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার–উপদেষ্টা শারমীন

উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশের সকল নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কোনো ভেদাভেদ নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজ সেবা দিবস- ২০২৫ উদ্‌যাপনে এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ শপথ নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।

বৃহস্পতিবার(২ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সংলগ্ন দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউয়ে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদ্‌যাপনের অংশ হিসেবে ওয়াকাথন শেষে মুক্ত আড্ডায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের দুস্থ, অসহায়, অনগ্রসর, প্রান্তিক, বিধবা ও স্বামী নিগৃহীতা, প্রবীণ, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং সমাজের অনগ্রসর অংশকে মূলধারায় ‍সম্পৃক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করছে। এ অধিদপ্তরের সদর কার্যালয়-সহ জেলা ও উপজেলা মিলিয়ে মোট এক হাজার ৩৬ টি কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ৫৪টি কার্যক্রমের মাধ্যমে সমাজের অনগ্রসর, বঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণসাধন, সামাজিক নিরাপত্তা প্রদান ও ক্ষমতায়নের কাজ করে যাচ্ছে।

সমাজকল্যাণ উপদেষ্টা আরো বলেন, সরকার জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশের সকল নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা সংস্কারের মাধ্যমে সরকারি কার্যক্রম পরিচালনা করছে।

পরে উপদেষ্টা ওয়াকাথনে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

জাতীয় সমাজসেবা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে ওয়াকাথনের সূচনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। দ্বিতীয় পর্বে মুক্ত আড্ডায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। এতে সূচনা বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, সমাপনী বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কথা বলো নারী প্ল্যাটফর্মের পক্ষে জুলাই কন্যারা, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ ও এনজিওর প্রতিনিধিবৃন্দ কল্যাণ রাষ্ট্র গঠনে নানান দিক তুলে ধরেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ