বিএনএ,চট্টগ্রাম: নগরীর হালিশহর এলাকার প্রধান সড়কে অবৈধভাবে গাড়ি পাকিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৫ ব্যক্তিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
রোববার (৩ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকাস্থ আনন্দীপুর রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে ও পোর্ট কানেকটিং রোডে অবৈধভাবে গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৫ ব্যক্তিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
বিএনএনিউজ/মনির