27 C
আবহাওয়া
১১:১১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » আন্দোলনের ছোট একটা গ্রুপ তৈরি করতে পারেনি বিএনপি: ওবায়দুল কাদের

আন্দোলনের ছোট একটা গ্রুপ তৈরি করতে পারেনি বিএনপি: ওবায়দুল কাদের

আন্দোলনের ছোট একটা গ্রুপ তৈরি করতে পারেনি বিএনপি: ওবায়দুল কাদের

বিএনএ,ঢাকা:আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিনেমা দেখা ও মোবাইলে পুলিশের গতিবিধির খবর নেয়া বিএনপি নেতাদের কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। গণঅভ্যুত্থান তো দূরের কথা দলটি এখন পর্যন্ত আন্দোলনের ছোট একটা গ্রুপ তৈরি করতে পারেনি বলেও জানান তিনি।

রোববার (০৩ জানুয়ারি) সচিবালয়ে  ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও বলেন,বিএনপি আওয়ামী লীগের মতো কোনো আন্দোলন করতে পারেনি।একটা খণ্ড মিছিলও করার সাহস দেখাতে পারে না।নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এ ধরনের আস্ফালন করছে দলটি।দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা নেই।এটি বিএনপির মামা বাড়ির আবদার।

ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ তাদের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটিকে নতুন করে সাজানোর কাজ করবে-জানিয়ে তিনি বলেন,দলের পরিচয় ব্যবহার করে কেউ দুর্নীতি করলেও তার ছাড় নেই।এখনো শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে, অনেকেই নজরদারিতে আছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি সরকার এত বছর ধরে ক্ষমতায় আছে, ফলে অসম্পূর্ণ কাজ করতে পারছে।দেশে এক সরকার গেলে অন্য সরকার সেটি বাতিল করে দেয়।পরিস্থিতি একটু স্বাভাবিক হলে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত আছে,প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত দেবেন।ভ্যাকসিনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন- জানুয়ারির শেষনাগাদ ভ্যাকসিন আসতে পারে।

তিনি বলেন,নানা সূচকে দেশ এগিয়ে যাচ্ছে।করোনার এই সংকটেও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি আশানুরূপ অবস্থায় রয়েছে এবং দেশ সফলভাবে এগিয়ে চলছে।তবে কিছু চ্যালেঞ্জ আছে।নতুন বছরে নির্বাচনী ইশতেহার পূরণ করা ও করোনার কারণে বেকার হয়ে পড়াদের কর্মসংস্থান করা একটি চ্যালেঞ্জ।২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়ে যাবে।উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বর্তমান সরকারের স্থায়িত্ব দরকার।

সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে স্বরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,রাজনীতিতে সৈয়দ আশরাফ বিনয়, নম্রতা, ভদ্রতা ও সৌজন্যবোধের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।তিনি আওয়ামী লীগ নেত্রীর প্রতি আস্থাশীল ছিলেন, সৈয়দ আশরাফ দলের জন্য অনেক কাজ করেছেন। পাশাপাশি অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।এছাড়া, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।

বিএনএনিউজ/জেবি,আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ