18 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - মার্চ ২, ২০২৪
Bnanews24.com
Home » নাইজারে ‘জঙ্গি’ হামলায় নিহত ৭৯

নাইজারে ‘জঙ্গি’ হামলায় নিহত ৭৯

জঙ্গি

বিশ্ব ডেস্ক: আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে সন্দেহভাজন জঙ্গি হামলায় কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। খবর-বিবিসি।

ব্রিটিশ গণমাধ্যম জানায়, দেশটির চোম্বাঙ্গু গ্রামে কমপক্ষে ৪৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। জারোমদারে গ্রামে আরও ৩০ জন নিহত হন। আক্রান্ত এই দুটি গ্রামের অবস্থান দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে। আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি হামলার মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ফ্রান্স দাবি করছে, মালিতে মোতায়েন করা তাদের দুই সেনাও নিহত হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী জানায়, সোমবার মালিতে পৃথক আরেকটি হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল।

দুটি গ্রামে সর্বশেষ হামলার বিষয়ে নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, ওই অঞ্চলটির সুরক্ষায় সৈন্য পাঠানো হয়েছে। পুরো নাইজারজুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নাইজারে জাতীয় নির্বাচনের মধ্যেই ওই দুটি গ্রামে সবশেষ এই হামলার ঘটনা ঘটলো। দুই দফায় পাঁচ বছর করে মেয়াদ শেষে দেশটির প্রেসিডেন্ট মাহামাদৌ ইসৌফু এবার পদত্যাগ করেছেন।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ