21 C
আবহাওয়া
৮:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাবিতে উদযাপিত হলো কুয়াশা উৎসব

রাবিতে উদযাপিত হলো কুয়াশা উৎসব

রাবিতে উদযাপিত হলো কুয়াশা উৎসব

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আই.ই.আর) সাংস্কৃতিক সংঘের আয়োজনে “কুয়াশা উৎসব ১৪২৯” উদযাপিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে শুরু হয় উৎসবটি।

“আসুন, আসুন, নাচে-গানে-কবিতায় মিলি শীতের উৎসবে” — এই স্লোগানে প্রথমবারের মতো রাবিতে আয়োজিত হয় কুয়াশা উৎসব। উৎসবটিতে পরিবেশিত হয়: বাংলা গান, লোকগান, পাহাড়ি গান, নাচ, কবিতা আবৃত্তি ও ধ্রুপদী বিতর্ক।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শীতের আমেজকে বরণ করে নেওয়া হয় উৎসবটির মাধ্যমে। আয়োজকরা বলছেন, “কুয়াশা উৎসব” ধারণাটি নতুন না হলেও, রাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন আয়োজন সম্পন্ন হয়েছে।

কুয়াশা উৎসব উদযাপন কমিটির সহ-সমন্বয়ক রেজওয়ানুল আলম রিজভী বলেন, “শিক্ষার্থীরা এই উৎসবটি উপভোগ করছে এবং ইন্সটিটিউটের শিক্ষকরা আমাদের সাথে আছেন। আগামীতে আমরা এই উৎসবটিকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে চাই।”

উৎসবটি সম্পর্কে রেজওয়ানুল আলম আরও বলেন, “কুয়াশার সঙ্গে অনেক মানুষের শীতের আবেগ জড়িত। শীত উদযাপনের এই অনুষঙ্গ হিসেবেই আজকের এই কুয়াশা উৎসব।”

উৎসব উদযাপন কমিটির সমন্বয়ক তানভীর আহমেদ রিয়াদ বলেন, “দেখুন ‘কুয়াশা উৎসব’ শিরোনামটি নতুন নয়, অনেক ক্যাম্পাসে হয়েছে। আমরা এর আগে রাবিতে এমব কোনো আয়োজন দেখিনি। আমরা চেয়েছি এই আয়োজনটি মাধ্যমে শীতের আমেজটুকু উপভোগ করতে।
ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসবটি আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের।”

এদিকে শীতের সন্ধ্যায় এমন আয়োজনে মুগ্ধ হয়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা আক্তার বলেন, “আয়োজকদের ধন্যবাদ জানাই এমন আয়োজনের জন্য। রাবি ক্যাম্পাসে শীতের সময়টা দারুণ কাটে। তাছাড়া, আমি শীতের কুয়াশা খুব পছন্দ করি।”

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রেজওয়ান গাজী মহারাজ বলেন, “এমন শিরোনামে আগে আমাদের ক্যাম্পাসে কোনো ইভেন্ট হয়নি। শুক্রবারের সন্ধ্যাটা দারুণ কাটলো। শীতের সময়ে আমাদের ক্যাম্পাসে এমন আয়োজনগুলো সত্যিই অসাধারণ।”

বিএনএ/সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ