বিএনএ, ঢাকা: বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য সাময়িক বন্ধ থাকার পর ১২টা ৫৫ মিনিটে মেট্রো রেল চলাচল আবার শুরু হয়েছে ।রোববার (২ নভেম্বর) দুপুর ১টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেট্রো পুনরায় চলাচলের তথ্য জানায় ডিএমটিসিএল।
ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ডিএমটিসিএল জানিয়েছে, ‘সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ট্রেন চলাচল ১২.৫৫-তে পুনরায় শুরু হয়েছে।
এর আগে আরে ১২টা ৪১ মিনিটে দেওয়া এক পোস্টে ডিএমটিসিএল জানায়, পল্লবী থেকে মিরপুর-১১-এর মধ্যবর্তী মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য আজ দুপুর ১২টা ৪০ থেকে ১টা ১০ পর্যন্ত মেট্রো রেল বন্ধ থাকবে।
বিএনএ/ ওজি
![]()
