35 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বকেয়া বেতনের দাবিতে কালের কন্ঠের সাংবাদিকদের মানববন্ধন

বকেয়া বেতনের দাবিতে কালের কন্ঠের সাংবাদিকদের মানববন্ধন

বকেয়া বেতনের দাবিতে কালের কন্ঠের সাংবাদিকদের মানববন্ধন

বিএনএ,ঢাকা : ২০২০ সালের ১০ জুন করোনা মহামারির সময় লকডাউনের মধ্যে এক যোগে বিনা বেতনে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয় কালের কণ্ঠের ৩৪ জন সাংবাদিক ও কর্মীকে। এরপর এক বছরের বেশি সময় পরেও তারা কাজে ফিরতে পারেননি। শনিবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিনা বেতনে ছুটি বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী সাংবাদিকরা।

এসময় সাংবাদিকরা বলেন, বিনা বেতনে ছুটিতে রাখা কয়েকজনকে বিভিন্ন সময়ে পাওনা পরিশোধ করার আশ্বাস দেখিয়ে পদত্যাগ করানো হলেও দীর্ঘদিন কাউকে কোনো পাওনা দেওয়া হয়নি। মানববন্ধনে সংহতি জানায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

মানবন্ধনে অংশ নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘কালের কণ্ঠ অন্যায় করেছে। দেশের আইন ভঙ্গ করেছে, করোনাকালে ছাঁটাই না করতে তথ্যমন্ত্রী আহ্বান জানালেও কালের কণ্ঠের মালিকরা তা মানেননি। এ অন্যায় মেনে নেওয়া যায় না।’

বিএনএনিউজ২৪.কম/শহীদুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ