34 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৪
Bnanews24.com
Home » ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই সহোদর গ্রেপ্তার

২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই সহোদর গ্রেপ্তার

২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই সহোদর গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ জুলাই) মধ্যরাতে উপজেলার মাহমুদপুর মুখিরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চান্দরাটি এলাকার মৃত চেরাগ আলী ফকিরের দুই ছেলে আনিছ (৬০) ও আলম (৬৩)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৯৯৫ সালের জুনের প্রথম সপ্তাহে স্থানীয় কালু ফকিরকে হত্যা করে আনিস ও আলম। এই ঘটনায় ১৯৯৫ সালের ৮ জুন ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে আনিস ও আলম পলাতক ছিলেন। ওই মামলায় আদালত আনিস ও আলমকে যাবজ্জীবন সাজা প্রদান করে।

ওসি কামাল হোসেন আরও বলেন, দুই আসামীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান,বিএম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ