30.3 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪, আক্রান্ত ৪২১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪, আক্রান্ত ৪২১


বিএনএচট্টগ্রাম :  গত ২৪ ঘণ্টায় ( বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ১ হাজার ২৩২টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪২১ জন। আক্রান্তদের মধ্যে নগরে ২৮৪ জন এবং উপজেলায় ১৩৭ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৭৩৭ জন। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরে এবং উপজেলায় ২ জন করে মৃত্যুবরণ করেছে। শুক্রবার (২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৪৬টি নমুনা পরীক্ষায় ১২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৬৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ২৩টি নমুনা পরীক্ষায় ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬০টি নমুনা পরীক্ষায় ৪৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩২টি নমুনা পরীক্ষায় ১৪ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষায় ২১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৪টি নমুনা পরীক্ষায় ১৫ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ২৬ জন এবং এন্টিজেনে ২৪টি নমুনা পরীক্ষায় ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়নি।

 চট্টগ্রাম সিভিল সার্জন ডাসেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪২১ জন বেড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৭৩৭ জন। যাদের মধ্যে নগরে ৪৬ হাজার ৫৪৭ জন এবং উপজেলায়  ১৩ হাজার ১৯০ জন। একই সময় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৭১০ জন। যাদের মধ্যে নগরে ৪৭৯ জন এবং উপজেলায় ২৩১ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ