37 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে তেলের লরি উল্টে গাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ২

সাভারে তেলের লরি উল্টে গাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ২

সাভারে তেলের লরি উল্টে গাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ২

বিএনএ, সাভার (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় তেলের লরি উল্টে লরিসহ পাঁচটি গাড়িতে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে দুইজন মারা গেছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি আছেন আটজন।

নিহতরা হলেন- নজরুল ইসলাম (৪৫) ও যশোর চৌগাছার আব্দুল আজিজের ছেলে ইকবাল হোসেন (২৮)। নজরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি দগ্ধরা হলেন- নিরঞ্জন (৪৫), আল আমিন (৩৫), আব্দুস সালাম (৩৫), হেলাল (৩০), সাকিব (২৪), মিলন মোল্লা (২২), মো. আল আমিন (২২) ও মিম (১০)।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জোন-৪’র উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভোর ৫টায় মহাসড়কে একটি তেলবাহী লরিতে আগুন লাগে। আগুন মুহূর্তেই আরও চার গাড়িতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে সাভার ও হেমায়েতপুর ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

এ ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলে ইকবাল হোসেন মারা যান। বাকি দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আগুনে তেলবাহী লরি, প্রাইভেটকার, সিমেন্টবাহী ট্রাক, তরমুজবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পুড়ে গেছে উল্লেখ করে মো. আলাউদ্দিন আরও বলেন, ‘মৃত ব্যক্তি সিমেন্টবাহী ট্রাকের হেলপার ও দগ্ধরা পরিবহন শ্রমিক হবে বলে ধারণা করছি।’

দগ্ধ প্রাইভেটকার চালক আবদুস সালাম বলেন, ‘হেমায়েতপুরে সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে ফিরছিলাম। জোড়পুল এলাকায় তেলের লরি উল্টে আগুন ধরে যায়। তখন লরির আশপাশে থাকা গাড়িগুলোয় আগুন লাগে।’

তিনি আরও বলেন, ‘আমার প্রাইভেটকারে যাত্রী ছিল না। যখন আগুন ধরে তখন গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মাথার একপাশ ও পা পুড়ে যায়।’

দগ্ধ মিলন মোল্লার (২০) স্ত্রী জান্নাতি বলেন, ‘আমার স্বামী সিমেন্টবাহী গাড়ির শ্রমিক। তার গাড়িতে আগুন লাগলে তিনি দগ্ধ হন।’

আগুনের ঘটনায় মহাসড়কের দুই পাশেই তীব্র যানজট সৃষ্টি হয়।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আক্তার বলেন, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান পিপিএম বলেন, ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল করছে, তবে সড়কটিতে জটলা রয়েছে। পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/ ইমরান খান/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ