25 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সংগীতশিল্পী জানে আলম আর নেই

সংগীতশিল্পী জানে আলম আর নেই

সংগীতশিল্পী জানে আলম আর নেই

বিএনএ, ঢাকা : কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।

মাসখানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলো। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থার অবনতি হতে থাকে। এরপর আজ তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি।

শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। দেশ স্বাধীনের পর পরই তিনি গানের ভূবনে আসেন।

জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ