29 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিলবোর্ড থেকে পাগলকে নামালো ফায়ার সার্ভিস

ময়মনসিংহে বিলবোর্ড থেকে পাগলকে নামালো ফায়ার সার্ভিস

ময়মনসিংহে বিলবোর্ড থেকে পাগলকে নামালো ফায়ার সার্ভিস

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে অন্তত ৫০ ফুট উচু বিলবোর্ড থেকে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকালে নগরীর চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিলবোর্ড থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ময়মনসিংহ ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকাল সোয়া ৪ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বার থেকে ফোন করে জানায় যে, নগরীর চরপাড়া এলাকার ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে বিলবোর্ডে অজ্ঞাত এক ব্যক্তি উঠে বসে আছে। এমন সংবাদ পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টার পর রশিতে বেঁধে তাকে জীবিত অবস্থায় নিচে নামানো হলে অজ্ঞান হয়ে যায়। নামানোর পর ওই মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার জ্ঞান ফিরলে নিজে নিজেই চলে যায়।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ