25 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » কেনিয়ায় গ্যাস স্টেশনে সিলিণ্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

কেনিয়ায় গ্যাস স্টেশনে সিলিণ্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

কেনিয়ায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিশ্ব ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবিতে সিএনজি গ্যাস স্টেশনে  সিলিণ্ডার বিস্ফোরণে সৃষ্ঠ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুইজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি ২০২৪) রাতের এ দুর্ঘটনায়  দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মাওয়াউরা।

তিনি সোশ্যাল মিডিয়া এক্স এ লেখেন , ” অজ্ঞাত রেজিস্ট্রেশন নম্বরের একটি লরির [ট্রাক] সিলিণ্ডার গ্যাসে পূর্ণ করা হচ্ছিল , এ সময় বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়েছে। তাতে ছড়িয়ে পড়া আগুন আশপাশে থাকা যানবাহন, ব্যবসা এবং আবাসিক বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে৷

তিনি জানান, গভীর রাতের  এ ঘটনার সময় “অনেক সংখ্যক বাসিন্দা তখন  ঘুম ছিলেন”। মাইগুয়া বলেন, আগুনে পুড়ে আহত প্রায় ২২২ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার সকালেও আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ করছে।

এর আগে, কেনিয়ান রেডক্রস জানিয়েছে, দুর্ঘটনায় ২৭১ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জনের অবস্থা গুরুতর। আল জাজিরা।

বিএনএ,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ