23 C
আবহাওয়া
১২:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে পিকআপ চাপায় নিহত ২

ময়মনসিংহে পিকআপ চাপায় নিহত ২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের টিউ-তারাকান্দার চৌরাস্থা এলাকায় এই ঘটনা ঘটনা।

নিহতরা হলেন, উপজেলার ঢাকুয়া ইউনিয়নের মজুয়াকান্দা গ্রামের পরাণ সাহের ছেলে প্রদীপ মানকিন (৪০) ও জয়চাঁদের ছেলে কেলেমেন (৪৫)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বেলা ১২ টার দিকে মুড়ির মিল থেকে একটি পিকআপ বের হয়ে ধোবাউড়া-তারাকান্দা সড়কে উঠতেই তারাকান্দাগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪ টার দিকে দুই জন মারা যান।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ