29 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিএনএ, নরসিংদী: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সদর উপজেলা চিনিশপুরে এ ঘটনা ঘটে।

নিহত মুমিত হাসান তনু (১৯) কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে। সে চলতি বছর নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্থানীয় সূত্রে জানা যায়, চিনিশপুরে একটি ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করতেন তনু। পরীক্ষা শেষ হলেও কলেজের নিয়মিত উপস্থিতিতে অংশ নিতে আজ সকালে দুই বন্ধু মিলে কলেজে যাচ্ছিল। পথিমধ্যে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) কার্তিক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ