26 C
আবহাওয়া
৬:৫৪ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমন শুরু হবে ‘বিশেষ অভিযান’

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমন শুরু হবে ‘বিশেষ অভিযান’


বিএনএ, কক্সবাজার : উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যে কোন ধরনের অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং রোহিঙ্গা বিচ্ছিন্নবাদী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যদের কে গ্রেপ্তারে এপিবিএন পুলিশকে পেশাদারিত্ব বজায় রেখে আরও কঠোর অ্যাকশনে যেতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ বসবাসে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

বাংলাদেশ আর্মড পুলিশের ডিআইজি (এফডিএমএন এন্ড এয়ার পোর্টস) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী একথা জানান।

তিনি আরো বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, খুন গুম, অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এপিবিএন পুলিশ, জেলা পুলিশ, বিজিবি এবং  র‍্যাব যৌথভাবে বিশেষ কম্বিং অভিযান শুরু করা হয়েছে। বিভিন্ন আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এই ধরনের যৌথ অভিযান অপরাধ দমনে নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে।

কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রোহিঙ্গা শরনার্থী নিয়ে কাজ করা সরকারী, বেসরকারী ও আর্ন্তজাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন বাংলাদেশ আর্মড পুলিশের ডিআইজি।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ