30 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ওপেনিংয়ে লিটনের সঙ্গী সৌম্য না নাঈম?

ওপেনিংয়ে লিটনের সঙ্গী সৌম্য না নাঈম?

সৌম্য

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের দলে ছিলেন না লিটন দাস; পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ছিল সংশয়; একজনের চোট কিংবা অফ ফর্ম হলে কোন পথে হাঁটবে বাংলাদেশ? আর এবার লিটন ফেরায় হচ্ছে উল্টোটা, এছাড়া আছেন শেখ মেহেদী হাসানও; সবকিছু মিলিয়ে এমন প্রতিযোগিতা উপভোগ করছেন কোচ রাসেল ডমিঙ্গো হতে শুরু করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অজিদের বিপক্ষে একচেটিয়াভাবে বাংলাদেশ সিরিজ জিতলেও ওপেনিং জুটির সমস্যা ছিল প্রকট। সর্বোচ্চ ৪২ রান এসেছিল পঞ্চম ম্যাচে। এই ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন নাঈম-মেহেদী। নাঈম-সৌম্যর বাকি ৪ ম্যাচে ওপেনিং জুটি থেকে আসে যথাক্রমে ১৫, ৯, ৩, ও ২৪ রান।

এবার লিটন ফেরায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে দেবে স্বস্তি। নাঈম-সৌম্যকে নিয়েও তার অনেক প্রত্যাশা। মাহমুদউল্লাহ বলেন, ‘লিটন আমাদের আউটস্ট্যান্ডিং ওপেনার, সৌম্য দারুণ ফর্মে আছে এই বছরে। নাঈম আমাদের দলের টপ র‍্যাংকিংয়ের ব্যাটসম্যান। শেখ মেহেদীও ওপেনিংয়ে ভালো অপশন। এগুলো নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। তারা খুব ভালো ছন্দে আছে। আমাদের নিশ্চিত করতে হবে যারা সুযোগ পায় তারা যেন দলের জন্য অবদান রাখতে পারে।’

সবশেষ সিরিজে নাঈম ৫ ম্যাচে ৯১ রান করেন। সৌম্য অজিদের বিপক্ষে সর্বোচ্চ করেছেন ১৬ রান, এ ছাড়া দশের ঘর পার হতে পারেনি কোনো ম্যাচে। তবে এর আগে জিম্বাবুয়ে-নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হওয়া দুই সিরিজের ৬ ম্যাচে ৩টি ফিফটি করেছেন। লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন না, জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে থাকলেও মাঠে নামেননি। এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে পার হতে পারেননি দুই অঙ্কের ঘর। তবে মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচে দেখা পেয়েছিলেন অর্ধশতকের।

ওপেনারদের প্রতিযোগিতা উপভোগ করার কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা যেন ইতিবাচক মানসিকতা দেখাতে পারি। এই মুহূর্তে সবাই মনোযোগী। এই মুহূর্তে যে জিনিসটা খুব ভালো, আমাদের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সবাই এটা দারুণভাবে উপভোগ করছে।’

প্রতিযোগিতা উপভোগ করার কথা আগের দিন জানিয়েছিলেন ডমিঙ্গোও। ‘কোনো একটা পজিশনের জন্য প্রতিযোগিতা সবসময় দারুণ ব্যাপার। দলে ম্যাচ জেতানোর জন্য কেবল ১১ জন খেলোয়াড় থাকলেই চলবে না, গোটা স্কোয়াডের দায়িত্ব থাকতে হবে, বিশেষ করে বায়ো-বাবল জীবন ও ভ্রমণে কড়াকড়ির মধ্যে। দলগত পারফরম্যান্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার স্কোয়াডে এমন খেলোয়াড় আছে যারা পারফর্ম করতে পারে। এই খেলোয়াড়দের ফিরে পাওয়া দারুণ কিন্তু এই ফরম্যাটে ডেপথেরও উন্নতি করতে হবে।’

শেষ দিনের অনুশীলনে তিন ওপেনারই নিংড়ে দিয়েছেন নিজেদের। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স তদারকি করেছেন তীক্ষ্ণভাবে। তাদের নিয়ে চিন্তা নেই প্রিন্সেরও, ‘ওপেনারদের নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো উদ্বেগ নেই। জিম্বাবুয়েতে ২-১টি ভালো পার্টনারশিপ হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। ওপেনিং পজিশন নিয়ে ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। লিটনের মতো ওপেনার দলে ফিরছে। দলের জন্য এমন প্রতিযোগিতা খুব ভালো।’

কোচ-অধিনায়করা যতই বলুক না কেন ওপেনিং নিয়ে চিন্তা নেই; কিন্তু পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। একজন সেট হন তো আরেকজন ফেরেন সাজঘরে। এই সিরিজেও যদি এমন দেখা যায় তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বর ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে এই ওপেনিং!

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ