25 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চার শতাধিক তালেবান হতাহত: আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়

চার শতাধিক তালেবান হতাহত: আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়

চার শতাধিক তালেবান হতাহত: আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে সামরিক বাহিনীর অভিযানে ৪ শতাধিক তালেবান হতাহত হয়েছে। একথা জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন প্রদেশে তালেবান বিরোধী অভিযান পরিচালনা করে। নানগারহার, পাকতিকা, লোগার, গজনি, ওরদাক, কান্দাহার, হেরাত, বালখ, জুযজান, হেলমান্দ, তোখার, বাদাখশান, কান্দুয, বাগলান এবং কাপিসা প্রদেশে চালানো অভিযানে ২ শ ৫৮ তালেবান নিহত এবং ১ শ ৪২ তালেবান আহত হয়েছে। অবশ্য তালেবানরা এই পরিসংখ্যান গ্রহণ করে নি। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ