বিএনএ, ময়মনসিংহ,হামিমুর রহমান : ময়মনসিংহের ধোবাউড়ায় টানা দুই দিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙ্গে অন্তত ২০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে নেতাই পাড়ের খেটে খাওয়া মানুষজন।
বুধবার (৩০ জুন) ভোররাতে উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশ দিয়ে নেতাই নদীর বেঁড়ীবাধ ভেঙ্গে যায়। এতে ওই এলাকার অন্তত ২০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
স্থানীয় সুত্র জানায়, গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশ দিয়ে নেতাই নদীর বেঁড়ীবাধ ভেঙ্গে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। এতে ওই ইউনিয়নের রায়পুর, কামালপুর ছান্দেরনগরসহ বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করছে।
এদিকে ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়িসহ বিভিন্ন গ্রামের বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ নিম্নাঞ্চলে ঢলের পানি প্রবেশ করে। ফলে ওই সব এলাকার মানুষজন আতঙ্কে দিনানিপাত করছেন।
এ বিষয়ে গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, আমি ইতোমধ্যে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি, চেষ্টা করছি মানুষকে নিরাপদে রাখতে।
ঘোঁষগাও ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক জানান, ভালুকাপাড়া এবং রায়পুর এলাকায় বেঁড়ীবাঁধ ভেঙ্গে গিয়ে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের সহায়তা করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে রির্পোট দেওয়া হয়েছে। নেতাই নদীর বাধ ভেঙ্গে অন্তত ২০ থেকে ২২ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপাতত তাদের খাদ্য নিশ্চিত করতে ত্রাণ দেয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি।
বিএনএ/ওজি
Total Viewed and Shared : 111