27 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » ভারতীয় ভ্যারিয়েন্টের নতুন নাম দিলো ডব্লিউএইচও

ভারতীয় ভ্যারিয়েন্টের নতুন নাম দিলো ডব্লিউএইচও


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ভ্যারিয়েন্টকে ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ হিসেবে আখ্যায়িত করা হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার ডব্লিউএইচও এই ঘোষণা দিয়েছে। এর আগে ভারতে ছড়িয়ে পড়া করোনাকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলায় আপত্তি উঠে ভারত সরকারের পক্ষ থেকে। খবর ইন্ডিয়ান টাইমস।

খবরে বলা হচ্ছে, করোনাভাইরাসের নতুন ভারতীয় প্রজাতির নাম‘ডেল্টা’রাখা হয়েছে।  যা গ্রিক বর্ণমালার চতুর্থ বর্ণ। আরেক প্রজাতির নাম রাখা হয়েছে ‘কাপ্পা’। এটি গ্রিক বর্ণমালার দশম বর্ণ। এর আগে ব্রিটেনে যে প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছিল তার নাম পরে রাখা হয় ‘আলফা’।

এছাড়াও,  গত বছর দক্ষিণ আফ্রিকায় যে করোনা প্রজাতির অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল ‘বিটা’। নভেম্বরে ব্রাজিলে করোনাভাইরাসের যে প্রজাতি সংক্রমণ ছড়িয়েছে তার নাম ‘গামা’ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

হু এর তরফে অবশ্য টেকনিক্যাল বিভাগের কর্তা ম্যারিয়া ভান জানান, ‘নতুন এই নামের সঙ্গে বিজ্ঞানসম্মত নামের কোনো যোগাযোগ নেই। গবেষণায় ও বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদানে সেই নামই ব্যবহৃত হবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ