বিএনএ, ঢাকা: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান।
শুক্রবার (১ এপ্রিল) সৌদি আরব কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
সাধারণত সৌদি আরবে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে রমজান শুরু হয়। তবে বাংলাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর। শনিবার (২ এপ্রিল) চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে।
সৌদি ছাড়াও অস্ট্রেলিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোজা শুরু হচ্ছে শনিবার।
তবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আকাশে রমাজানের চাঁদ দেখা যায়নি। ফলে এ দুই দেশে রোজা শুরু হবে রোববার।
বিএনএ/ এ আর