33 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির কাউখালীতে ব্রিজের সাথে ট্রাকের ধাক্কা লাগার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর আলম (২৯) নামে এক শ্রমিক মারা যান। এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

নিহতরা হলেন সাব্বির (২৩), আরিফ (২২) ও মঞ্জুর আলম (২৯)। তারা তিনজনই রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার সময় কাপ্তাইয়ে ডালাইয়ের কাজ শেষ করে ট্রাক করে রাঙামাটি ফিরছিলেন ২০/২৫ জন শ্রমিক। কাউখালীর বগাপাড়া ব্রিজে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলে দু’জন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার রাঙামাটি মেডিকেলে পাঠান। এখান থেকে উন্নত চিকিৎসার জন্য চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃতের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুরুল আলম নামে আরেকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মরদেহ রাঙামাটিতে আনার ব্যবস্থা করা হচ্ছে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ