বিএনএ, চট্টগ্রাম : বিএনপিকে নেতিবাচক রাজনীতি ছেড়ে দিয়ে নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহামুদ।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উদ্দেশ্য দেশে গন্ডগোল পাকানো। তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। মির্জা ফখরুলকে নেতিবাচক কথা বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন তিনি।
শুক্রবার(১ জানুয়ারী) বিকালে চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামে শেখ রাসেল অনুর্ধ- ১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, তাদের এই হুমকি-ধামকি, অপচেষ্টা এবং ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রায় একযুগ ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছে।
তথ্যমন্ত্রী বলেন, ২০২০ সালে আমরা পৃথিবীর মানুষ স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারিনি। নতুন বছরে মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা হচ্ছে- নতুন বছরে যাতে খুব সহসা আমরা স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারি, আবার আগের পৃথিবীতে ফেরত যেতে পারি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সৈয়দ শাহাব উদ্দীন শামীম বক্তব্য রাখেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল অনূর্ধ্ব-১১চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ১০টি টিম অংশ নেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে নিহতদের নামানুসারে প্রতিটি টিমের নামকরণ করা হয় ।
শুক্রবারের ফাইনাল খেলায় সুলতানা কামাল ক্রিকেট একাডেমি ও শেখ ফজলুল হক মণি ক্রিকেট একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। এতে শেখ ফজলুল হক মণি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ও সুলতানা কামাল ক্রিকেট একাডেমি রানার্সআপ হয়।
বিএনএ/ওজি