26 C
আবহাওয়া
২:৪৩ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বের হয়ে গেল যুক্তরাজ্য

আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বের হয়ে গেল যুক্তরাজ্য

আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বের হয়ে গেল যুক্তরাজ্য

বিএনএ,বিশ্ব ডেস্ক: দীর্ঘ চার বছর ব্রেক্সিট প্রক্রিয়ার পর আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে বের হয়ে গেল যুক্তরাজ্য।সেইসঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন পেয়ে আইনে পরিণত হওয়ায় ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিরও কার্যকারিতা শুরু হলো।

বাংলাদেশ সময় শুক্রবার (১ জানুয়ারি) ভোর পাঁচটা থেকে কার্যকর হয় ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি।এখন থেকে ভ্রমণ, অভিবাসন, বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের আইন না মেনে নিজেদের আইনে চলবে যুক্তরাজ্য।

এরআগে বুধবার (৩০ ডিসেম্বর)হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে বিলটি অনুমোদন পায় এবং রাণীর সম্মতিতে চুক্তিটি যুক্তরাজ্যের আইনে পরিণত হয়।

চুক্তি কার্যকর হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, স্বাধীনতা এখন নিজেদের হাতে।এখন আরও ভাল ও স্বাধীনভাবে নিজেদের দেশ গড়া যাবে।

আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইইউ থেকে বের হয়ে গেলেও যুক্তরাজ্যের সঙ্গে বন্ধুত্ব ও মিত্রতার সম্পর্ক অটুট থাকবে।

কয়েক মাসের বিরোধ ও অচলাবস্থার অবসান ঘটিয়ে ২৩ ডিসেম্বর ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয় যুক্তরাজ্য ও ইইউ।এরপর ২৮ ডিসেম্বর এই চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন ইইউ’র ২৭টি সদস্যদেশের রাষ্ট্রদূতরা।পরে ইইউ’র শীর্ষ কর্মকর্তারা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই করার পর সেটি অনুমোদন করে ব্রিটিশ পার্লামেন্ট।

এদিকে,ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর যুক্তরাজ্যে স্বাভাবিকভাবেই বেশ কিছু পরিবর্তন আসবে। ব্রিটিশদের জীবনযাত্রায় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রভাব পড়বে।

অন্যদিকে,ইইইউ’র মায়া কাটাতে পারছেন না বরিস জনসনের বাবা, ‘স্টেনলি জনসন’। ফ্রান্সের পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি।ব্রেক্সিটের শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন ইউরোপীয়ান কমিশনের সাবেক এই সদস্য।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ