বিনোদন ডেস্ক: বছরের শুরুতে নতুন সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার নাম ‘যাও পাখি বলো তারে’। এ সিনেমায় নতুন জুটি পাচ্ছেন তিনি।
এরআগে, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে’ গানটি আজও সবার হৃদয়ে গেঁথে আছে। তুমুল জনপ্রিয় সেই গানটির শিরোনামে সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করবেন এ কে আজাদ আদর। সিনেমাতে প্রথমবার জুটি বাধলেন তারা। জানুয়ারি থেকে এ সিনেমার শুটিং শুরু হবে। বর্তমানে চলছে গান রেকর্ডিং ও প্রি-প্রোডাকশনের কাজ।
এ বিষয়ে মাহি বলেন, ‘নতুন বছরে সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সিনেমার গল্পটি অসাধারণ। আশা করছি, এই সিনেমাতে নতুন এক মাহিকে তুলে ধরতে পারব।’
বিএনএ/এমএইচ