21 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » নববর্ষ উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু

নববর্ষ উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু

চবি ক্যাম্পাস থেকে কর্মচারির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ইংরেজী নববর্ষ উদযাপন করতে গিয়ে চুয়াডাঙ্গায় এক মারা গেছেন। বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে জেলা সদরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়জুল মণ্ডল (৩৫) সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ