15 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ২০ অক্টোবর থেকে বুয়েটের ভর্তি পরীক্ষা

২০ অক্টোবর থেকে বুয়েটের ভর্তি পরীক্ষা

২০ অক্টোবর থেকে বুয়েটের ভর্তি পরীক্ষা

বিএনএ ঢাকা: আগামি ২০ অক্টোবর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আর ক্লাস শুরু করা হবে ১৩ নভেম্বর।

এবার ভর্তি পরীক্ষার আগে অনুষ্ঠিত হবে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা। এরপর চূড়ান্ত পরীক্ষার আয়োজন করা হবে।

বুধবার (১৩ অক্টোবর) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামি ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষা নেয়া হবে। চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর। ১৩ নভেম্বর থেকে প্রথম এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। এরপর সবার দুই ডোজ টিকার বিষয়টি নিশ্চিত হওয়ার শর্তে সশরীরে ক্লাস শুরু করা হবে বলে জানান ড. মিজানুর রহমান।

উল্লেখ্য, সম্প্রতি উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সেটি চূড়ান্ত করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ