25 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মাহির নির্বাচনি ক্যাম্পে আগুন

মাহির নির্বাচনি ক্যাম্পে আগুন


বিএনএ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল এলাকায় চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ ডিসেম্বর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে মাহিয়া মাহি জানান, তার নির্বাচনি ক্যাম্পে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, কার্যালয়ে বারান্দায় পোড়া অবস্থায় কিছু দেখা গেছে। মাহি অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোদাগাড়ীর পালপুর এলাকায় প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হন মাহি। এর দুই দিন আগে আরেক স্থানে যুব মহিলা লীগের এক নেত্রীর তোপের মুখে পড়েন তিনি।

এসব কারণে নিরাপত্তা নিয়ে সংশয়ে থাকার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই নায়িকা।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ