20 C
আবহাওয়া
৯:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বছরের শেষ সূর্যাস্ত!

বছরের শেষ সূর্যাস্ত!


বিএনএ, চট্টগ্রাম : বিদায় -বিষাদের সূর্য ডুবছে । ২০২২ সালের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে যাচ্ছে পৃথিবী। ক্যালেন্ডারের পাতা থেকেই শুধু নয়, আমাদের জীবন থেকেও চিরকালের জন্য বিদায় নিচ্ছে ২০২২ সাল। সুখ-দুঃখ, হাসি-কান্না ,উত্থান-পতন কত কিছুই না ছিল বছরজুড়ে।

                                                 ছবি-সাইদুল আজাদ, বিএনএ

 

বছরের শেষ দুই দিনই সাপ্তাহিক ছুটি পড়েছে। এই ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও শেষ সূর্যাস্ত দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে ছুটে এসেছে লাখো পর্যটক। প্রতিবছরই ইংরেজি নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় দিতে এখানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে।

কক্সবাজার শহরের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে কয়েক হাজার পর্যটক সমুদ্রেসৈকতে স্নান ও আনন্দ-উচ্ছ্বাসে মজেছে। বিভিন্ন বয়সের পর্যটকদের কেউ টায়ার টিউবে গা ভাসাচ্ছে, কেউ জলযান নিয়ে সাগর দাপিয়ে বেড়াচ্ছে, কেউ আবার ঘোড়া ও বিচ বাইকে উঠে সৈকত দর্শনে ব্যস্ত সময় কাটাচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ