19 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » থার্টি ফাস্ট নাইট উদযাপনে: কক্সবাজারে ‘আউটডোরে’ নিষেধাজ্ঞা, ‘ইনডোরে’ নিতে হবে অনুমতি

থার্টি ফাস্ট নাইট উদযাপনে: কক্সবাজারে ‘আউটডোরে’ নিষেধাজ্ঞা, ‘ইনডোরে’ নিতে হবে অনুমতি

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ‘থার্টি ফার্স্ট নাইটে’ ঘিরে বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।   সরকারি নির্দেশনা মতো কক্সবাজারে লাথার্টিফার্স্ট নাইটের সব ধরনের আউটডোর আয়োজনের উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তবে প্রশাসনের অনুমতি সাপেক্ষে সীমিত আকারে ইনডোর আয়োজন করা যাবে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

সমুদ্র সৈকত
কক্সবাজার সমুদ্র সৈকত

তিনি জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় থার্টিফার্স্ট নাইটের অংশ হিসেবে সমুদ্র সৈকত বা কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, আতশবাজি, গানবাজনা বা অন্য কোনো অনুষ্ঠান বা আয়োজন করা যাবে না। একইভাবে ইনডোর বা হোটেলেও অনুষ্ঠান সীমিত করার নির্দেশ দেয়া হয়েছে।  ইনডোরে কোনো আয়োজন করলে জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে বলবৎ থাকবে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর টহল জোরদার রাখবে। এই নিষেধাজ্ঞা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

এদিকে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আগে থেকে নানা আয়োজন রেখেছিলো পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু শেষে নিষেধাজ্ঞা দেয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।
তারা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে থার্টিফার্স্ট নাইট যে পর্যটক সমাগম হতো তাতে বিরূপ প্রভাব পড়বে।

প্রতি বছর বছরের শেষ দিনের সূর্যকে বিদায় জানাতে এবং নতুন বছরকে বরণ করতে কয়েক লাখ পর্যটক ছুটে আসেন কক্সবাজারে। তাই সাড়ে ৫ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টকে সাজানো হয় নতুন সাজে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্বে ও নানা কারণে এবার পর্যটকের উপস্থিতি অন্যান্য বছরের চেয়ে বেশী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন হোটেল মোটেল জোনের সাধারন সম্পাদক মুকিম খান। কারণ সব কটি হোটেলে শতভাগ বুকিং হয়ে গেছে।শুধু মাত্র আপদকালীন ৫ থেকে ১০ পারসন হোটেল কক্ষ খালী রাখা হয়েছে। এসব রুম চড়াদামে বুকিং দেয়া হবে বলে জানিয়েছেন হোটেল মোটেল অফিসার্স এসোশিয়েশনের এক কর্মকর্তা।

বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন,যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত।

পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, বলেন, ট্যুরিস্টপুলিশের পাশাপাশি সাধারণ পুলিশ, গোয়েন্দা টীম,থাকবে মাঠে। যেকোন অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবেন আইন প্রয়োগকারী সংস্থা। বিশেষ করে পর্যটক হয়রানী কোন অবস্থায় ছাড় দেয়া হবে না।

বিএনএ, এইচ এম ফরিদুল আলম শাহীন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ