16 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » পেলে কখনো ইউরোপে খেলেননি কেন?

পেলে কখনো ইউরোপে খেলেননি কেন?

পেলে

স্পোর্টস ডেস্ক: সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারও হয়তো। কিন্তু একই কাতারের অন্য ফুটবলারদের সাথে এক জায়গায় অমিল তার। ফুটবলের বড় সব তারকাই যেখানে ইউরোপিয়ান ফুটবল মাতিয়েছেন, সেখানে পেলেকে কখনো দেখা যায়নি। প্রায় পুরো ক্যারিয়ার পার করেছেন ব্রাজিলিয়ান ক্লাব এফসি সান্তোসেই।

অথচ দিয়েগো মারাদোনা বার্সেলোনা ও নাপোলিতে খেলেছেন। এমনকি পেলের আবির্ভাবের আগেই ইউরোপের ফুটবল রাঙিয়েছেন আর্জেন্টিনারই আরেক মহাতারকা আলফ্রেদো দে স্তেফানো। তাহলে পেলে কেন দেশ ছাড়েননি?

ইউরোপের বিখ্যাত অনেক ক্লাবই পেলেকে দলে পাওয়ার জন্য ছিল উন্মুখ। ‘ফুটবলের রাজা’র জন্য সান্তোসের দরজায় গিয়েছিল স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদ। তরুণ বয়সেই পেলেকে দলে ভেড়াতে সে সময়কার অভাবনীয় ১০ লাখ মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিল ধনাঢ্য ইতালিয়ান ক্লাবগুলো। তবে কোনো প্রস্তাবেই ফল মেলেনি।

সেই সময়ে ফুটবলারদের ক্লাব বদলের বিষয়টি ছিল বেশ ঝামেলাপূর্ণ। খেলোয়াড়ের চেয়ে ক্লাবের ইচ্ছা-অনিচ্ছাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া পেলেকে সেদেশে রেখে দেয়ার সিদ্ধান্ত যে সরকার থেকেই নেয়া হয়েছিল। ১৯৬১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জানিও কোয়াদ্রস পেলেকে ‘রপ্তানিঅযোগ্য জাতীয় সম্পদ হিসেবে’ বলে ঘোষণা করেন। ফলে প্রায় দুই দশক সান্তোসেই ফুটবল ক্যারিয়ার কাটে পেলের।

অবশ্য ক্যারিয়ারের সায়াহ্নে দেশ ছেড়েছিলেন পেলে। ১৯৭৫ সালে অবসর ভেঙে ফিরে সবাইকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দিয়েছিলেন ফুটবলের রাজা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ