20 C
আবহাওয়া
৬:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ট্যাংকার আসাহি’র উদ্বোধন

বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ট্যাংকার আসাহি’র উদ্বোধন

বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ট্যাংকার আসাহি’র উদ্বোধন

বিএনএ ডেস্ক : বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ট্যাংকার আসাহি’র উদ্বোধন করা হয়েছে জাপানের কাওয়া শাঙইউ শিপইয়ার্ডে। গত ২২ ডিসেম্বর লঞ্চিং করা  এ জাহাজটি প্রথম বিশুদ্ধ ব্যাটারি ইলেকট্রিক প্রপালশন বাঙ্কার ট্যাংকার। ।২০২২ সালের মার্চের দিকে এটি কাজ শুরু করবে। এ সময়  টোকিও উপসাগরে এটি প্রবেশ করার কথা রয়েছে।

৬২ মিটার দীর্ঘ  জাহাজটির ট্যাঙ্কের ধারণক্ষমতা ১ হাজার ২৮০ কিউবিক মিটার।   ব্যাটারি চালিত জাহাজটি ই৫ ল্যাব ইনকর্পোরেটেড দ্বারা ডিজাইন করা হয়েছে ।  জাহাজটি Class NK  শ্রেণীবদ্ধ করা হয়।করভাস এনার্জি ব্যাটারি-ভিত্তিক এনার্জি স্টোরেজ সিস্টেম (ESS) দিয়ে সজ্জিত। পরিবেশগত বিরুপ প্রভাব কমাতে  এ  ট্যাংকারটি শূন্য CO2, NOx, SOx এবং কণা নির্গত করবে।

জাহাজটিতে ৩০০ কিলোওয়াট (কিলোওয়াট) অ্যাজিমুথ থ্রাস্টার এবং  ৬৮ কিলোওয়াট সাইড থ্রাস্টারের সমন্বিত বৈশিষ্ট্য রয়েছে।

গ্রাউন্ডব্রেকিং জাহাজটি ই৫ ল্যাব উদ্যোগ থেকে নির্মিত দুটি সম্পূর্ণ ইলেকট্রিক জাহাজের মধ্যে এটি প্রথম। দ্বিতীয় জাহাজটি জাপানের ইমুরা শিপইয়ার্ড কোং লিমিটেড নির্মাণ করছে। ২০২৩  সালের মার্চের মধ্যে এটির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ