14 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » সৌদিতে নিয়োগ পেল নারী ফ্লাইট অ্যাটেনডেন্ট

সৌদিতে নিয়োগ পেল নারী ফ্লাইট অ্যাটেনডেন্ট

নারী

বিশ্ব ডেস্ক: সৌদি আরব যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইটে প্রথমবারের মতো নারী অ্যাটেনডেন্ট নিয়োগ দিয়েছে। নিয়োগপ্রাপ্ত ৫০ জন নারী দুই মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগ দেবেন। খবর- সৌদি গেজেট।

সৌদি গণমাধ্যম জানায়, সম্প্রতি নিয়োগ দেওয়া ৫০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। তারা প্রশিক্ষণ শেষে কাজে যোগ দেবেন। প্রথম ধাপে জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে তারা কাজ শুরু করবেন।

এর আগে, সৌদি এয়ারলাইনস জানিয়েছিল, নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। সৌদি এয়ারলাইনসের চাহিদা অনুযায়ী ওজন ও উচ্চতা হতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যার অংশ হিসেবে ওই নারীদের নিয়োগ দিয়েছে দেশটি।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ