প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে “২০২১ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের নিকট বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম” ভার্চুয়াল অনুষ্ঠানে বৃহস্পতিবার(৩১শে ডিসেম্বর) সকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,যখস স্কুল খোলার সিদ্ধান্ত নেয় তখনই করোনার ২য় ঢেউ শুরু হয়েছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলবে। করোনায় কোমল শিশুরা যেন আক্রান্ত না হয় সে জন্য সরকার স্কুল কলেজ বন্ধ রেখেছে। ১৯৭৫ সালে জাতিরজনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলে ড. কুদরিত-ই-খুদা শিক্ষা কমিশনের রিপোর্ট বাস্তবায়িত হয় নি। শিক্ষা ছাড়া দেশকে দরিদ্র মুক্ত করা সম্ভব না।
করোনাভাইরাস মোকাবেলায় সকলকে মাস্ক পরার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, মাস্ক আমাদের সুরক্ষা দেবে।
পরে প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বই হস্তান্তর করেন। প্রথম বই গ্রহণ করেন নিধু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান।
বিএনএনিউ২৪/এসজিএন